তামিম বিল্লাহ,
জেলা প্রতিনিধি,সাতক্ষীরাঃ বুধবার ( ১২ অক্টোবর) বেলা ১১ টার সময় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের এক সপ্তাহ মেয়াদী ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর ১৪তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়ের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),সাতক্ষীরা মহোদয় “দক্ষতা উন্নয়ন কোর্স” এর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন এবং কোর্স সম্পর্কে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃআতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), মীর আসাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।