তামিম বিল্লাহ,সাতক্ষীরাঃশনিবার ( ৪ নভেম্বর) সকাল ১০ টার সময় “পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা থানা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার শহীদ আব্দুল রাজ্জাক পার্কে এসে শেষ হয়। পরে সেখানে জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কাজী মনিরুজ্জামান( পি পি এম) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার । সভায় স্বাগত বক্তব্য রাখেন, আবুল কালাম বাবলা সভাপতি জেলা কমিউনিটি পুলিশিং কমিটি । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মীর মোস্তাক আহমেদ রবি সংসদ সদস্য সাতক্ষীরা সদর আসন -২।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরা জেলা প্রশাসক। আলহাজ্ব মোহাম্মদ নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ-সম্পাদক, অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী সাতক্ষীরা সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান বাবু জেলা আ’লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান , আলহাজ্ব মুজিবুর রহমান দেবহাটা উপজেলা চেয়ারম্যান, কাজী ফিরোজ হাসান ভারপ্রাপ্ত মেয়ে ওর সাতক্ষীরা পৌরসভা প্রমুখ।আলোচনা সভায় তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে । দেশের প্রত্যন্ত অঞ্চলেও কমিউনিটি পুলিশিং ব্যবস্থার মাধ্যমে জনগণের সুবিধা ও অসুবিধা দেখভাল করছেন তারা। এছাড়া তৃনমূল পর্যায়ে অপরাধ প্রবণতা কমানোসহ পুলিশিং কার্যক্রম নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছে কমিউনিটি পুলিশ বাহিনীর সদস্যরা।
উক্ত র্যালি ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সজীব খান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) , আমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) , আতিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) , মীর আসাদুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল , শ্যামল কুমার চৌধুরী জেলা ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন , মহিদুল ইসলাম সাতক্ষীরা থানার ওসি , ইয়াছিন আলম চৌধুরী বিশেষ শাখার ডিআইওয়ান , তারেক ফয়সাল ইবনে আজিজ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, মোঃ লুৎফর রহমান চেয়ারম্যান ১৪ নং ফিংড়ী ইউনিয়ন পরিষদ, মেম্বার মোঃ আবু ছালেক, মেম্বার আরশাদ আলী, মেম্বার আব্দুল হামিদ, সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা র পুলিশ সদস্য গণ, গ্রাম পুলিশ ও প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।অনুষ্ঠানটি পুরোট সময় জুড়ে সঞ্চালনা করেন, জোৎন্সা আরা সাধারণ সম্পাদক জেলা মহিলা আ’লীগ।