তামিম বিল্লাহ,
জেলা প্রতিনিধি,সাতক্ষীরাঃ দূর্গাপূজা উপলক্ষ্যে অঙ্গীভুত আনসার সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে সাতক্ষীরা আনসার ভিডিপি জেলা কার্যলয়ে সাতক্ষীরা সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার মাহফুজুর রহমান’র তত্বাবধানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ব্রিফিং করেন সাতক্ষীরা জেলা কমান্ড্যান্ট মোরশেদা খানম।
এসময় প্রধান অতিথি সকল আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন, ডিউটিকালিন সময়ে সার্বক্ষণিক নির্ধারিত ফুল ইউনিফর্মে ডিউটিতে অবস্থান করতে হবে। দায়িত্ব পালনে টার্চ ফোন গান শোনা ও ভিডিও কলে কথা বলবেন না, মোবাইলে পূজা মন্ডপে বা প্রতিমার ছবি ভিডিও ধারণ ও ইন্টারনেটে শেয়ার না করা।
সর্বপরি বাহিনীর ভাবমূর্তি নষ্ট না করা এবং যে কোনো প্রয়োজনে উল্লেখিত মোবাইল নং বা বিষেশ দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তির নিকট যোগাযোগ করাসহ সর্ব সময় সতর্কতার সহিত দায়িত্বে থাকা। উল্লেখ্য সাতক্ষীরা জেলায় ৬০৬ টি পূজা মন্ডপে ৩৮ শতাধিক অধিক আনসার সদস্য ও সদস্যা নির্বিঘ্নে দায়িত্ব পালন করবে।