তামিম বিল্লাহ,সাতক্ষীরাঃ বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকাল ১১ টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্বর থেকে পানির ট্যাংকি বিতরন করলেন চেয়ারম্যান লুৎফর রহমান।
সমগ্রদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অধিনে, উৎস গভীর নলকুপ (RWH) RAIN WATER HARVESTING এর জন্য ২০২২-২৩ অর্থ বছরে স্মার্ট ইউনিয়ন ফিংড়ী ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের জনগনের মধ্যে বিতরন করা হয়েছে।
৩ হাজার লিটার ধারন ক্ষমতা সম্পন্ন পানির ট্যাংকি, পানির ট্যাংকি বিতরনের সময় উপস্হিত ছিলেন ৭ নং ওয়ার্ড মেম্বর সাংবাদিক মো: আবু ছালেক, ৪ নং ওয়ার্ড মেম্বর মাহফুজ সরদার,২ নং ওয়ার্ড মেম্বর আরশাদ আলী,৫ নং ওয়ার্ড মেম্বর খান আ: হামিদ, ৬ নং ওয়ার্ড মেম্বর জাহিদুজ্জামান বাবু,৯ নং ওয়ার্ড মেম্বর দিপংকর কুমার ঘোষ,রেবেকা সুলতানা,ও সালমা খাতুন সহ স্হানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।