তামিম বিল্লাহ,
জেলা প্রতিনিধি,সাতক্ষীরাঃ মঙ্গলবার ( ৩ অক্টোবর) সকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন Formed Police Unit (FPU)-২০২৪ সালের রোটেশনে প্রেরণের জন্য এবং ১টি Standby BANFPU গঠনের জন্য সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনে ইচ্ছুক প্রার্থীদের প্রাথমিক বাছাই পরীক্ষা পুলিশ লাইন্স,সাতক্ষীরাতে অনুষ্ঠিত হয়।
প্রাথমিকভাবে বাছাইয়ের জন্য আগ্রহী প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইসহ লিখিত,মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হয়।
এ সময় পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),সাতক্ষীরা এবং বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) ও এস.এম জামিল আহমেদ,সহকারী পুলিশ সুপার(দেবহাটা সার্কেল),সাতক্ষীরা।