
তামিম বিল্লাহ,
জেলা প্রতিনিধি,সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ব্যাংদহা বাজারের কর্মকার রোড়ে গত তিন দিন যাবত বৃষ্টির ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলবদ্ধতার কারণে জনসাধারণের চলাচলের সমস্যা ও একাধিক ব্যাবসায়ীরা অসুবিধায় পরে।
এই ঘটনা ব্যাংদহা বাজার কমিটিকে অবগত করলে। গত বৃহস্পতিবার বাজার কমিটির সভাপতি জমায়েত হোসেন ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস ঘটনা স্থান পরিদর্শন করে।
পরবর্তীতে তাদের সহযোগিতায় শুক্রবার (৬ অক্টোবর) সকাল ৯ টার সময় বাজার কমিটির প্রচার সম্পাদক মোঃ কামেল হোসেন, যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ গাউছুল আজম এর নির্দেশে স্থানীয় ব্যাবসায়ীরা মিলে জলবদ্ধতা দ্রুত নিরসনের ব্যবস্থা করে। এই সময় এখানে উপস্থিত ছিলেন, মনজু, খোকন, শিমুল, দেব কুমার, শেখ মিতাউর রহমান, মিলন, রবিন্দনাথ কর্মকার, শহীদ, শেখ রিপন, প্রমূখ।