তামিম বিল্লাহ,
জেলা প্রতিনিধি,সাতক্ষীরাঃ সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ই অক্টোবর) বেলা ১১ টার সময় মোজাফফর গার্ডেন ও পিকনিক স্পর্ট সেডে এ পরিচিত সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. রওশন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি নাসিম ফারুক খান মিঠু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. রজব আলী খাঁ, সাবেক সভাপতি কবিরুল হাসান বাদশা, মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আব্দুর রব,মুূদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল। এসময় উপস্থিত ছিলেন , চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, নব- নির্বাচিত সাতক্ষীরা শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ মিয়রাজ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক ফজর আলী মন্ডল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম (শহীদ), সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,প্রচার সম্পাদক নুরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. ফজলু রহমান, ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আবু সাঈদ গাজী, কার্যকরী সদস্য মতিয়ার রহমান, মো. রফিকুল ইসলাম রফিক, মো. রায়হান গাজী প্রমুখ। এসময় সমিতি প্রাক্তন নেতাকর্মীসহ সমিতির ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মো. ফজলু রহমান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। সমিতির সকল সদস্যদের সুখে- দুঃখে পাশে দাঁড়াতে হবে।