মোঃ ফয়জুর রহমান,
সাতক্ষীরা (সদর) প্রতিনিধি★ সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহক সেবা প্রদানে দালালের মাধ্যমে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায় সহ হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ২০২৩ দুপুরের দিকে টিমের সদস্যগণ অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করার জন্য উক্ত ভূমি অফিসে প্রথমে ছদ্মবেশে সেবা গ্রহণ করতে যান এবং গোপন ক্যামেরা দিয়ে গ্রাহক হয়রানির বিষয়টি রেকর্ড করেন।
পরে টিম প্রকাশ্যে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে কয়েকজন সেবা গ্রহীতার সাথে আলাপ করেন এবং তাদের বক্তব্য রেকর্ড করেন। দুদক টিম উক্ত অফিসে দালালের উপস্থিতি ও সেবা গ্রহীতাদের হয়রানির বিষয়ে প্রাথমিক সত্যতা পান।
অভিযানকালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুঞ্জুর কাদের সেবা প্রার্থীদের ভূমি সংক্রান্ত অন-লাইন এর কাজ অফিসের পাশে অবস্থিত দালাল সুমন হোসেনের কম্পিউটারের দোকান থেকে নির্ধারিত সরকারি মুল্যের চেয়ে অতিরিক্ত টাকা নিয়ে করাতে বাধ্য করতেন।
সুমন হোসেনের উক্ত নির্দিষ্ট দোকান থেকে ভূমি সংক্রান্ত কাজ না করালে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেবা প্রার্থীদের যথাযথ সেবা প্রদান করতেন না এবং বিভিন্নভাবে সেবা প্রদানে হয়রানী করতেন। এনফোর্সমেন্ট টিম তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা জেলা প্রশাসককে বিষয়টি সম্পর্কে অবগত করেন।
জেলা প্রশাসক তাৎক্ষণিক উক্ত অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান। নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগের সত্যতা পেয়ে অফিসের পাশে যে দোকানে দালাল কাজ করতো সেই দোকান তাৎক্ষণাৎ সিলগালা করেন এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুঞ্জুর কাদেরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করেন।
জেলা প্রশাসক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সেবা প্রদানে দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ গ্রহণের বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে এনফোর্সমেন্ট টিমকে আশ্বস্ত করেন। এনফোর্সমেন্ট টিম পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবেন বলে তারা জানিয়েছে।