মোঃলিটন চৌধুরী,সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): মো. হাফিজুর রহমান ও আল আমিন নামে দুই ব্যক্তির দীর্ঘ ৯ বছরের জমি সংক্রান্ত বিরোধ অবশেষে অবসান ঘটালো সিদ্ধিারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হাবিবুর রহমান। মঙ্গলবার (৩১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফার নির্দেশক্রমে হাবিবুর রহমান গোদনাইল বাজারের দুই ব্যবসায়ীকে মিমাংসায় আনতে সক্ষম হন।
এর আগে ২০১৫ সালে দুই পক্ষই এক শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়। পরে উভয় পক্ষই আইনের আশ্রয় নিলে আদালতে দেওয়ানি ও ফৌজদারি প্রায় ১৫টি মামলা আদালতে দায়ের করেন উভয়পক্ষ। প্রায়ই এ বিষয়ে বাকবিতন্ডা লেগেই থাকতো। সর্বশেষ অক্টোবর মাসে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা (নং-৩২) মো. হাফিজুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন । পরে উভয় পক্ষকে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে থানায় ডেকে কাগজপত্র পর্যালোচনা করলে বিবাদী পক্ষ আল আমিন কোন প্রমান দেখাতে পারেনি। পরে তারা বাদি পক্ষকে বিরোধপূর্ণ এক শতাংশ জমি ছেড়ে দিতে সম্মত হয়।
এর আগে হাফিজুর রহমানের দায়ের করা জাল-জালিয়াতি মামলায় কারাগারে যেতে হয় আল আমিনকে। আল আমিন সিদ্ধিরগঞ্জ গোদনাইল আরামবাগ এলাকার মো. আলী হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে নারায়ণগঞ্জ গোদনাইল তাতখানা সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া নামজারি দেখিয়ে হেবা দলিল করে নেয় আল আমিনসহ প্রতারক চক্রের লোকজন। তারা দীর্ঘ ৮ বছর যাবৎ প্রতারক চক্রের সদস্যরা জায়গার মূল মালিককে হয়রানি করে আসছিল।
সকল বিরোধ শেষ করে উভয় পক্ষকে মিমাংশায় আনতে পারায় বাদি-বিবাদি উভয় পক্ষই সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন)’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।