
মৌলভীবাজার(কমলগঞ্জ) প্রতিনিধি–◼️
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ মোট ৪৮ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ঠেলে পাঠিয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পাল্লাথল পুঞ্জি সীমান্ত থেকে বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১৮ জন শিশু রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, তারা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে প্রবেশ করেন। এসব ব্যক্তির বাড়ি যশোর, বাগেরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বরগুনা, বরিশাল ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থান। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বড়লেখা থানায় হস্তান্তর করেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এ পর্যন্ত অন্তত ৪৫০ জনকে বিএসএফ ঠেলে দিয়েছে, যাদের সবাইকে বিজিবি আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির সতর্ক পদক্ষেপ অব্যাহত রয়েছে।