
নিউজ ডেস্ক: সৈয়দপুরের চওড়া বাজারে অটো চুরি করতে যেয়ে হাতেনাতে দুই যুবককে আটক করেছেন স্থানীয়রা।এসময় আরও একজন পালিয়ে যান। আটক খাদেমুল ইসলাম (৩২) কিশোরগঞ্জ পানিয়ালপুকুর মলবির বাজার চোষপাড়া গ্রামের খ বের আলীর ছেলে। অপরজন শাকিল ইসলাম (২৫) কিশোরগঞ্জ পানিয়ালপুকুর মলবির বাজার ডাঙ্গাপাড়া গ্রামের বুলবুল আহমেদের ছেলে। চওড়া বাজার প্রাইমারি স্কুল মাঠে অটো ভ্যান চুরি করে সটকে পরার সময় সন্ধা ৬ টায় বাজারে স্থানীয় জনতার হাতে আটক হন।
পরিবর্তিতে স্থানীয় জনতা স্থানীয় ইউপি সদস্য মোঃ জলিল কে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে তার হাতে আটক দুই চোরকে সোপর্দ করেন। ইউপি সদস্য মোঃ জলিল চোরের নিরাপত্তার কথা চিন্তা করে তেনার বাসায় নিয়ে যায়।পরবর্তীতে আটক খাদেমুল ইসলাম স্বীকার করে বিগত তিন বছর ধরে চুরির সাথে লিপ্ত । পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি মাদক সেবনে (ইয়াবাহ) আসক্ত তিনি। এছাড়াও তিনি আরো বলেন , চোষপাড়া গ্রামের একাধিক মানুষ এই চুরি কাজের সাথে লিপ্ত। এসময় স্থানীয় ইউপি সদস্য মোঃ জলিল জানান বিগত কয়েক দিনে চওড়া বাজার এলাকা থেকে আটটি অটো ভ্যান চুরি হয়। পরবর্তীতে চোর ধরার জন্য তারা বিভিন্ন ভাবে চেষ্টা চালায় । অবশেষে তারা চোর ধরতে সক্ষম হয়েছে। পরবর্তীতে যাতে এরকম চুরির ঘটনা না ঘটে সেদিকে সজাগ থাকবে স্থানীয় জনতা।