
সুজন চক্রবর্তী- ভারত প্রতিনিধি◾
ভারতের হুগলি উত্তরপাড়ায় এক ভয়াবহ ঘটনা ঘটেছে, যেখানে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও ছোট মেয়েকে নৃশংসভাবে হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেছেন। বুধবার(১১জুন) ভোররাতে ফলকাটার ছুরি হাতে নিয়ে স্ত্রী পায়েল ও মেয়ে অদ্রিতার ওপর হামলা চালান অভিযুক্ত কাশীনাথ চট্টোপাধ্যায়।
পরিবারের সদস্যরা ঘটনার সময় ছুটে এসে দেখে, রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে রয়েছে পায়েল ও অদ্রিতার নিথর দেহ। এদিকে, কাশীনাথ তখনও জীবিত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা পায়েল ও অদ্রিতাকে মৃত ঘোষণা করেন, আর কাশীনাথের চিকিৎসা চলছে।
এই ঘটনার পিছনে কী কারণ, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের দাবি, তাঁদের মধ্যে কোনো গুরুতর সমস্যা ছিল না, যা এই চরম পরিণতির দিকে নিয়ে যেতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং কাশীনাথকে জেরা করলেই রহস্য ভেদ হবে বলে আশা করা হচ্ছে।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা সমাজের সামনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব আরও একবার তুলে ধরেছে, যেখানে সময়মতো কাউন্সেলিং বা প্রয়োজনীয় সহায়তা হয়তো অনেক জীবন বাঁচাতে পারত।