মোঃ লিটন চৌধুরী ,স্টাফ রিপোর্টার: ফাবিয়ার বাবাকে দ্রুত ফিরে পেতে চায় শিশু বাচ্চা
ফাবিয়া, ও তার পরিবার।মোসাঃ নিশাত জাহান সোমা(৩০)-পিতা শেখ খোরশেদ আলী -সাং গোপিকান্তপুর,কলাকোপা থানা, জেলা নবাবগঞ্জ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা, হিরাঝিলের -৬নং গোলির হাবিব মিয়ার বাড়ির ভাড়াটে- স্বামী মোঃ আবেদ হোসেন রাসেল (৩১) পিতা- রমজান আলী (শহীদুল্লাহ)-সাং একরামপুর, থানা বন্দর, জেলা নারায়ণগঞ্জ।
মোসাঃ নিশাত জাহান সোমা, জানায় দীর্ঘ-(৭ সাত) বছরের সংসার।তিন বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে।
(৬-সেপ্টেম্বর) রোজ বুধবার আনুমানিক সকাল -৯টা-৩০মিঃটে – বাসা থেকে বের হয়ে যায়, স্বামী আবেদ হোসেন রাসেল।
তারপর থেকে সে নিখোঁজ, অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলেনি।
মোবাইলে বারবার ফোন করলে ফোন বন্ধ পাই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে-তাঃ০৭/০৯/২০২৩ইং
অভিযোগ নাম্বার- ৫০১৫
আবেদ হাসান রাসেলের গায়ে ছিল, কালো রঙের টি শার্ট ও কালো রংয়ের একটি ট্রাউজার।
গায়ের রং শ্যামলা, উচ্চতা-৫-ফিট-৬ ইঞ্চি।
দীর্ঘ এক মাস, পার হলেও মেলেনি তার কোন সন্ধান।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ফাবিয়ার বাবার খোঁজ পেয়ে থাকেন।
তাহলে উক্ত নাম্বারে ফোন করে তার সঠিক সন্ধান দিবেন।আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো।
মোবাইল- নং(01881314570)