মো: নূর ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার:গত কাল বি,এন,পির মহা সমাবেশ শেষে বি,এন,পির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগিরের ডাকে আজ সারা বাংলাদেশ আজ সকাল সন্ধ্যা হরতাল, আর এই হরতাল কে অপেক্ষা করে সারা দেশের ন্যায় গাজিপুরেও হরতাল পালিত হচ্ছে, তবে গাড়ি চলাচল বন্ধ নেই গাজিপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামি ঢাকা বি,আর,টি সি, আজমেরী গ্লোরি, অনাবিল, ভি আই পি সহ কিছু কিছু দূরপাল্লার বাস কম হলেও চলতে দেখা যাচ্ছে! গাজিপুর বাইপাসে মূলত অইন শৃঙ্খলা বাহিনীর ২ টি ট্রীম কাজ করছে! এ দিকে গত কয়েক দিন ধরে গাজিপুরের বিভিন্ন এলাকায় বিভন্ন গার্মেন্টস ফ্যাক্টারি ভাংচুর করছে গার্মেন্টস শ্রমিকরা, তারা মোট ১১ দফা দাবি নিয়ে রাস্তা সহ বিভিন্ন গার্মেন্টস ভাংচুর করে, এই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের ধাওয়া পালটাধাওয়া শুরু হয়, ঘটনা স্থলে পুলিশ বাহিনী গ্লানেট ছোরে যার ফলে মিছিল কৃতদলটি ছত্রভঙ্গ হয়!
শিরোনামঃ
নোটিশঃ
হরতালের সাথে শুরু হয়েছে গাজিপুরে গার্মেন্টস শ্রমিক দের আন্দোলন
- Reporter Name
- Update Time : ০৩:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- ১৯৭ Time View
Tag :
Popular Post