
শরিফ আহম্মেদ চাঁদ,হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পাওনা টাকা চাওয়ার জেরে খোকন আলী (৩২) নামের এক যুবক কে কুপিয়ে জখম করেছে সানি নামের দেনাদার।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার জোড়াদাহ বাজার সংলগ্ন সরকার বাড়ী বাগান নামক স্হানে এ ঘটনা ঘটে।
আহত খোকন আলী উপজেলার জোড়াদাহ মাঠপাড়া এলাকার আইয়ুব হোসেনের ছেলে। এ ঘটনায় আহতের পিতা আইয়ুব হোসেন বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আইয়ুব হোসেন জানান,বাকচুয়া লক্ষিপুর গ্রামের খোন্দকার পাড়ার আসাদ খোন্দকারের ছেলে সানি খোন্দকার আমার ছেলে খোকন আলীর নিকট থেকে ব্যবসায়িক প্রয়োজনে বিভিন্ন সময়ে ১ লক্ষ ৩০ হাজার টাকা ধার নেন। খোকন আলী সানির নিকট পাওনা টাকা চাইলে নানা তালবাহানা শুরু করেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে খোকন সানির নিকট পাওনা টাকা চাইলে, সানি জোড়াদাহ বাজারের নিকটস্হ্য সরকার বাড়ী বাগান এলাকায় এক ব্যক্তির নিকট থেকে টাকা নিয়ে তাকে দেওয়ার কথা বলে সরকার বাড়ীর বাগানে নিয়ে যান।
খোকন মোটরসাইকেল যোগে সরকার বাড়ী বাগানে পৌছালে সানি তার প্যান্টের পকেটে থাকা ধারালো চাকু বের করে অতর্কিত খোকনের ওপর ছুরি চালায়। এতে খোকনের মাথা, গলা ও বুকে গুরুতর যখম হয়। এ সময় খোকনের চিৎকার-চেচামেচি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলার বিষয়ে জানতে সানি খোন্দকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ আবু আজিফ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।