শরিফ আহম্মেদ চাঁদ,হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের হরিণাকুন্ডুতে স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবারবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার স্হানীয় জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিণাকুন্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ, হরিণাকুন্ডু পৌর সভার মেয়র ফারুক হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি রওশন আলী, ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জোড়াদাহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মনজুর রাশেদ, ফলসী ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কাপাশহাটিয়া ইউপি চেয়ারম্যান শরাফতদৌলা ঝন্টু, চাঁদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জোড়াদাহ কলেজ অধ্যক্ষ শরিফুল ইসলাম, উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধানগন ও হরিণাকুন্ডু প্রেসক্লাবের সভাপতি সুদিপ্ত সালাম প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্হিতি, বাল্যবিবাহ, যৌতুক, আত্মহত্যা, ডেঙ্গু, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম ও উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।