শরিফ আহম্মেদ চাঁদ,হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধিঃ ক্রাইমপেট্রোল দেখে বোমা বানানো রপ্ত করে হরিণাকুন্ডু শহরের মিলন। এরপর বোমা বানিয়ে চাঁদাবাজী মিশন শুরু করে। তার প্রথম নিশানা হয় ঝিনাইদহ জজ আদালতের আইনজীবী হরিণাকুন্ডু শহরের বাজার পাড়ার আকবর আলীর ছেলে এ্যাডভোকেট কামরুল আবেদীন শাহিন। ১০ লাখ টাকার চাঁদার দাবীতে ফোন করে মিলন। টাকা না পেয়ে গত ৮ জুলাই আইনজীবীর বাড়িতে বোমা ছুড়ে মারে। এ ঘটনায় এ্যাডভোকেট কামরুল আবেদীন শাহিন বিস্ফোরক আইনে মামলা করলে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ওমর ফারুক নামে এক যুবককে গ্রেফতার করে। কিন্তু মুল হোতা ছিল অধরা। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহ ও আশপাশ জেলায় অভিযান চালায়। অবশেষে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কুষ্টিয়ার ইবি থানা এলাকা থেকে বোমাবাজ মিলনকে বুধবার মধ্য রাতে গ্রেফতার করে। গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এর এসআই মোঃ খালিদ হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম ও এএসআই মোঃ এখলাছুর রহমান। গ্রেফতারকৃত মিলন হরিণাকুন্ডু শহরের মোহাম্মদ আলীর ছেলে। গ্রেফতারের পর মিলন পুলিশকে জানায় ভারতীয় সিরিয়াল ক্রাইমপেট্রোল দেখে বোমা বানানো শিখেছে।
শিরোনামঃ
নোটিশঃ
হরিণাকুন্ডুর বোমা তৈরীর কারিগর মিলন গ্রেফতার
- Sorif
- Update Time : ০৭:৫৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- ২৫৯ Time View
Tag :
Popular Post