নিউজ ডেস্ক: সাংবাদিক সম্মেলন
স্থানঃ ঢাকা রিপোটার্স ইউনিটি তারিখ ০৪ নভেম্বর ২০২৩, শনিবার, সকাল ১১ টা
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড, কানাই লাল বিশ্বাস কে নাজিরপুর উপজেলার ভাইসচেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রকাশ্য সভায় কুরুচিপূর্ণ ও বিদ্বেষমূক বক্তব্য প্রদান ও সমসামরিক ঘটনার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন।
আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত আছেন যে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু এ্যাড: কানাই লাল বিশ্বাস কে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিমের ফুফাতো ভাই নাজিরপুর উপজেলার ভাইসচেয়ারম্যান মোয়াফিজুর রহমান রঞ্জু প্রকাশ্য সভায় (২৮ অক্টোবর ২০২৩ইং) কুরুচিপূরণ ও বিদ্বেষমুক বক্তব্য প্রদান করে যার জন্য আমাদের হিন্দু সমাজ অত্যান্ত ব্যাথিত ও মর্মাহত। বিগত সময়ে ০৪ অগাস্ট ২০২০ ইং তারিখে শ ম রেজাউল করিমের বাসভবনের নিযুক্ত কর্মচারী আবুল বাশার ও তার সহোদর শাহাবুদ্দিন মল্লিক ও আবুল বাশারের সহযোগী জমায়েত ইসলামীর চাঁন মিয়া কর্তৃক পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন বৈবুনিয়া নিবাসী নরোত্তম বিশ্বাস কালুর উপর হামলা ও তার পরিবারের উপর হুমকি প্রদান করেন। যার প্রেক্ষিতে তৎকালীন সময়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত কর্তৃক পিরোজপুর জেলার তৎকালীন পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলা থানা সমীপে একটি লিখিত বার্তা প্রেরন করেন (যা অবিকল মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিমের বাসভবনের নিযুক্ত কর্মচারী আবুল বাশার ও তার সহোদর শাহাবুদ্দিন মল্লিক ও আবুল বাশারের সহযোগী জামায়েত ইসলামীর চাঁন মিয়া কর্তৃক পিরোজপুর জেলার নাজিরপুর থানাধীন বৈবুনিয়া নিবাসী নরোত্তম বিশ্বাস কালুর উপর হামলা ও তার
পরিবারের উপর হুমকি প্রদান প্রসঙ্গে , ০৮ অগাস্ট, ২০২০)। পরে পুলিশ সুপারের হস্তক্ষেদে নরোত্তম দাম স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেও উক্ত ঘটনার কোনো বিচার হয় নাই। পিরোজপুরের হিন্দুদের দিন দিন হীন থেকে আরো হিনতর করা হচ্ছে তার জলন্ত উদাহরণ হলো বিগত সময়ে স্থানীয় সরকার নির্বাচনে তৎকালীন হিন্দু চেয়ারম্যান (যাহারা তখন চেয়ারম্যান ছিলো) প্রার্থীদের আওয়ামী লীগের দলীয় প্রতিক নিয়ে নির্বাচন করা সত্বেও পরাজিত করা হয়েছে। এবং যে হিন্দুরা নির্বাচিত হয়েছে তাদেরও প্রতিকুল পরিস্তিতির সম্মুখীন হতে হয়েছে। এতে শর্ষের মধ্যে ভূত প্রমানিত হয়েছে।
ইতিমধ্যে আমার শ ম রেজাউল করিমকে বলতে শুনেছি তিনি দেশে “রামরাজত্ব” কায়েম হতে দিবেন না বিগত সময়ে উক্ত পিরোজপুর অনেক মন্দিরে প্রতিমা ভাংচুর ও হামলার স্বীকার হয়। সদ্য পিরোজপুর জেলার ইন্দুরকানীর স্বেচ্ছাসেবক সেবক লীগের নেতা আলমগীর বীর মুক্তিযোদ্ধা পরিতোষ হালদার কে জুতা পেটা করে ভারতে পাঠানোর হুমকি দেন। দির্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ঐতিহ্য লালনের ফল। বিগত সময়ে উক্ত পিরোজপুর অনকে মন্দিরে প্রতিমা ভাংচুর ও হামলার স্বীকার হয়। সদ্য পিরোজপুর জেলার ইন্দুরকানীর স্বেচ্ছাসেবক সেবক লীগের নেতা আলমগীর বীর মুক্তিযোদ্ধা পরিতোষ হালদার কে জুতা পেটা করে ভারতে পাঠানোর হুমকি দেন। দির্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি ঐতিহ্য লালনের ফল।
উপস্থিত থাকবেন এ্যাড. দিনোবন্ধু রায়, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামানিক, মহা-সচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, এ্যাড, প্রদিপ পাল, নির্বাহী সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শ্রী অভয় রায়, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ হিন্দু মহাজোট, ডি.কে সমির ১নং সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, এ্যাড. জগদীশ বৈদ্য, উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও পরিচালক এসো শিশুদের জন্য কিছু করি। নরেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক, বিবেকানন্দ গবেষনা কেন্দ্র বাংলাদেশ, পল্টন দাস, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শ্যামল ঘোষ সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কিশোর কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, প্রদিপ হেলা, সিনিঃ সহ-সভাপতি, লিটন চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় হিন্দুজোট, গৌতম সরকার অপু, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, সজিব কুন্ডু তপু, সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, সুজন গাইন, প্রধান সমন্বয়কারী,জাতীয় হিন্দু যুব মহাজোট, আকাশ সাহা, সহ-দম্ভর, পঙ্কজ ঘোষ, সহ-প্রচার, ব্রজেন্দ্রনাথ রংপুর বিভাগীয় বিভাগীয় সমন্বয়কারী , রতন কুমার রায় সভাপতি, রাজারহাট উপজেলার হিন্দু যুব মহাজোট ।