
লুৎফুর রহমান কাজল,উখিয়া (কক্সবাজার):২ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ০৮ ঘটিকার সময় কক্সবাজারের টেকনাফে পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে হোয়াইক্যং হাইওয়ে থানার ফোর্সসহ কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের টেকনাফ থানাধীন কেরুণতলী চাকমারকুল রাস্তার মাথা নামক স্থানে চেক পোষ্টে ডিউটি চলাকালীন টেকনাফ থেকে আশা কক্সবাজার মূখী একটি সিএনজি থামার সংকেত দিলে গাড়িটি উল্টো দিকে ঘুরে পালানোর চেষ্টা করে।
উপস্থিত ফোর্সের সহায়তায় গাড়িটি আটক করতে পারলেও সিএনজি চালক পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
আটককৃত সিএনজি (রেজিঃ নং- কক্সবাজার-থ-১১-৯৭২৪) তল্লাশি করে। তল্লাশির এক পর্যায়ে সিএনজি চালক এর সিট এর নীচে একটি হালকা সবুজ রং এর পলিথিনের ভিতর কচ টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়।
উক্ত প্যাকেট খুলিয়া ৫টি সাদা রং এর পলি ব্যাগ পেয়ে স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত ৫টি পলি ব্যাগ খুলে প্রতিটিতে ২০০০ পিস করে মোট ১০০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পরিদর্শক কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, আমরা হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি।
নিয়মিত তল্লাশি করার সময় অনেক মাদক কারবারি ও পাচারকারী কৌশলে পালিয়ে যায়। আমরা মাদকের বিরুদ্ধে সব সময় স্বতস্ফূর্ত ভাবে কাজ করে যাবো।