মো:সাদেকুল ইসলাম,লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে কোন ধরনের সুপারিশ ও হয়রানি ছাড়া মেধার ভিত্তিতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৬ তরুণ-তরুণী।
শনিবার দুপুরে লালমনিরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম পুলিশ কনস্টেবল পদে উত্তীর্ণদের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এই তথ্য জানান। এতে ৩০ জন ছেলে এবং ৬ জন মেয়ে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম (প্রশাসন ও অর্থ) লালমনিরহাট সদর থানার ওসি আবদুল কাদের উপস্থিত ছিলেন।
১২০ টাকায় সরকারী চাকুরী এ বিষয়ে পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, লালমনিরহাটের প্রায় ৩৬০০ জন প্রার্থী কনস্টেবল পদে নিয়োগের জন্য অনলাইনে আবদন করেছিলেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে ৩৬ জনকে প্রাথমিক নিয়োগ দেওয়া হয়েছে। মেধা কোটা ব্যতীত অন্য কোনো কোটার প্রার্থী লিখিত পরীক্ষায় কৃতকার্য হয়নি। দৈনিক ক্রাইম তালাশের জেলা প্রতিনিধি এর সাথে একান্ত আলাপ করলে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন আমি আশা করছি নির্বাচিত এসব প্রার্থীরাও কোনো প্রকার অনিয়ম দুর্নীতির আশ্রয় না নিয়ে নিঃ স্বার্থভাবে দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিবে। নির্বাচিত প্রার্থী ও তাদের অভিভাবকের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন ১২০ টাকায় আপনাদের সরকারি চাকরি হয়েছে,এ সুযোগে বিভিন্ন প্রতারক চক্রের সদস্যরা আপনাদের সাথে যোগাযোগ করে তারা চাকরি পাইয়ে দিয়েছেন বলে প্রলোভন দেখাবে,এমন ঘটনা ঘটলে বিষয়টি পুলিশ সুপারকে জানালে প্রতারক চক্র কে ডিবি দিয়ে ধরে জেলে দেওয়া হবে বলেও জানান তিনি।