★মোঃ দুলাল হুসাইনঃ ৩য় বারের মতো ইন্ডিয়ান রক্তদান সংস্থার পক্ষ থেকে বীরবিরসা মুক্তঅন্তর রাষ্ট্রীয় সম্মানায় ভূসিত হয়ছেন বাংলাদেশ থেকে ‘গ্যালাক্সি স্বেচ্ছাসেবী সংগঠন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আসিফ। তিনি বাংলাদেশের ভোলা জেলার কৃতি সন্তান।
বাংলাদেশে বিভিন্ন জাযগাতে মানবিক কাজে অসংখ্য সেচ্ছাসেবী তার হাত ধরে মানবিক কাছে যুক্ত হয়েছে।মোঃ আসিফ আমাদের জানান এই সম্মাননা বাংলাদেশের সকল স্বেচ্চাসেবি গনদের উৎসর্গ করলাম।
মোঃ আসিফ আরো বলেন বাংলাদেশের সকল মানবিক যোদ্বাদের পক্ষ থেকে
ইন্ডিয়ান রক্তদান Nimti ST Sporting Club এর Night Blood Dpnation Cap এর নিয়মিত সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন