মোঃ মাসুদ রানা,ভ্রাম্যমাণ প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে বগুড়া- নাটোর মহাসড়কের পৌর এলাকার কুচাইকুঁড়ি এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় হাঁটুয়া আলাইপুর গ্রামের হরে রাম সাহার ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক জিতেন্দ্র নাথ সাহা (৪৫) ও সিএনজিচালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
তবে সিএনজিচালিত অটোরিকশার ওই যাত্রীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নন্দীগ্রাম থেকে চারজন যাত্রী নিয়ে রণবাঘার দিকে যাচ্ছিলো ওই সিএনজি চালিত অটোরিকশা। নন্দীগ্রাম-ওমরপুরের মাঝামাঝি কুচাইকুঁড়ি রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক ও ওই যাত্রী নিহত হয়।
এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা শিশুসহ আরো তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছে।
পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনামঃ
নোটিশঃ
নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত – ২
- Reporter Name
- Update Time : ০১:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- ৫৫ Time View
Tag :
Popular Post